প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ২৪, ২০২২ সময়ঃ ১:১২ অপরাহ্ণ
মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে নব-নির্বাচিত চেয়ারম্যানগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি ) সকাল ১০টায় ময়মনসিংহের জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলনকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করান ময়মনসিংহ জোলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ এনামুল হক।
উক্ত আয়োজনে আরও উপস্থিত ছিলেন উপ-পরিচালক (স্থানীয় সরকার) জনাব মোঃ জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক (স্হানীয় সরকার) জনাব মোঃ এরফানুর রহমান এবং সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ।
শপথবাক্য পাঠ শেষে জেলা প্রশাসক তার বক্তব্যে প্রশাসনিক কাঠামোর অংশ হিসেবে ইউনিয়ন পরিষদের গুরুত্ব তুলে ধরেন এবং সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশকে এগিয়ে নিতে ও ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ বিনির্মাণে নব-নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ায়ম্যানগণের করণীয় বিষয় সম্পর্কে আলোচনা করেন।
মোট পড়া হয়েছে: ১৩০