প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ২৩, ২০২২ সময়ঃ ৫:৪৪ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা, ২৩ ফেব্রুয়ারী।।
ময়মনসিংহের ভালুকায় উপজেলা ছাত্রলীগের নয়া কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছেন বঞ্চিতরা। গতকাল বুধবার বিকেলে অনুষ্ঠিত মিছিলটি মহাসড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ট চত্তরে প্রায় আধাঘন্টা মহাসড়ক অবরোধ করা হয়। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং মহাসড়কের দু’পাশে দীর্ঘ যানযটের সৃষ্টি হয়। পরে স্থানীয় নেতাদের অনুরোধে অবরোধ তুলে নেয়া হয়।
এ সময় বক্তরা বলেন, নয়া কমিটির সভাপতি ইফতেখার আহমেদ আহমেদ সুজন পাশের উপজেলা গফরগাঁওয়ের বাসিন্দা, তিনি জমি দখলের অভিযোগে ছাত্রলীগ থেকে বহিষ্কার হয়েছিলেন। তাছাড়া অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে পুলিশের হাতে আটক হলে পরিবার মুসলেকা দিয়ে তাকে ছাড়িয়ে নেন।
সাধারণ সম্পাদক অনিক তালুকদার গত জাতীয় নির্বাচনে স্থানীয় আ’লীগ অফিসে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করে। উপজেলা নির্বাচনে তিনি নৌকার বিরুদ্ধে আনারস প্রতিকের পক্ষে নির্বাচন করেন। সহসভাপতি আসাদুজ্জামান আসাদ বিএনপি পরিবারের সদস্য। যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব ফকির একজন বিবাহিত, যা ছাত্রলীগের গঠনতন্ত্রের সাথে সাংঘর্ষিক। এ সময় বক্তব্য রাখেন, ছাত্রলীগকর্মী মো: রিমন মিয়া, কামরুল হাসান বাপ্পি ও সালমান সাদিক জিসান প্রমূখ।
উল্লেখ, ১৮ ফেব্রæয়ারী ময়মনসিংহ জেলা ছাত্রলীগ সভাপতি মো: আল আমীন ও সাধারণ সম্পাদক হুমায়ূন কবিরের স্বাক্ষরিত ৭ সদস্য বিশিষ্ট উপজেলা ছাত্রলীগ কমিটির অনুমোদন দেয়া হয়।