প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ২২, ২০২২ সময়ঃ ৭:৩৯ অপরাহ্ণ

গাজীপুর থেকে নিজস্ব প্রতিবেদক।।
গাজীপুর মহানগর বাসন থানা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন গতকাল মঙ্গলবার বিকেলে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মোঃ বশির আহমেদ বাচ্চুকে সভাপতি ও গাসিফ কাউন্সিলর মোঃ মোসলেহ উদ্দিন চৌধুরী মূসাকে সাধারণ সম্পাদক করে বাসন থানা বিএনপির ৭ সদস্যের আংশিক কমিটি ঘোষণা দেয়া হয়। কমিটির অপর সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রাতা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম ও মোঃ নূরুল ইসলাম দিপু। সকল নেতা-কর্মীর সাথে পরামর্শ করে আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেন সম্মেলনের উদ্বোধক মহানগর বিএনপির সদস্য সচিব মো. সোহরাব উদ্দিন।
বশির আহমেদ বাচ্চুর সভাপতিত্বে ও মোঃ মোসলেম উদ্দিন চৌধুরীর মুসার সঞ্চালনায় সম্মেলনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ডাক্তার মাজহারুল আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ শওকত হোসেন সরকার। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য দেন, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, মহানগর বিএনপি’র যুগ্ন আহবায়ক গাসিক কাউন্সিলর হান্নান মিয়া হান্নু, মোহাম্মদ সুরুজ আহমেদ, মোঃ হুমায়ুন কবির রাজু, সরকার জাবেদ আহমেদ সুমন, রাশেদুল ইসলাম কিরণ, গাজীপুর জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম মনির, মহানগর বিএনপির সদস্য মোহাম্মদ আব্দুর রহিম খান কালা, মহানগর শ্রমিকদল সভাপতি মোঃ ফয়সাল হোসেন সরকার, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আতাউর রহমান, মহানগর ওলামাদলের আহবায়ক কাজী মোস্তফা জামান খোকন, সদস্য সচিব মোঃ খোকন বিশ্বাস, বাসন মেট্রো থানা যুবদলের আহবায়ক মোঃ শওকত হোসেন বাবু, সদস্য সচিব নাহিদ চৌধুরি বাবু, মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মোসাম্মৎ শোহেলি আক্তার প্রমুখ।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com