প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ২১, ২০২২ সময়ঃ ৬:৩৬ অপরাহ্ণ

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।।
সারাদেশের ন্যায় ময়মনসিংহে পালিত হয়েছে  আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস । এ উপলক্ষে ময়মনসিংহ নগরীর টাউন হল মোড়ে জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে  একুশের প্রথম প্রহরে রাত ১২:০১ মিনিটে ময়মনসিংহ জেলা প্রশাসন এর পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ এনামুল হক ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি এ সময়ে উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারি পালন উপলক্ষে নগরীর দুগাবাড়ী রোডে সকাল ৯ টায় জমায়েত ও জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। পরে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি আলহাজ্ব এডভোকেট জহিরুল হক খোকা এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জননেতা এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল এর পরিচালনায় প্রভাতফেরির মাধ্যমে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প স্তবক অপন কর হয়।
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে
১৯৫২ এর ভাষা আন্দোলনে সকল শহীদদের প্রতি , জেলা পুলিশ, ময়মনসিংহ সিটি কর্পোরেশন, মহানগর আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগ, ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি, বিএনপির , বিভিন্ন রাজনৈতিক অংঙ্গ সংগঠন সহ সামাজিক, সংস্কৃতি, সরকারি আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী সহ সর্বস্তরের জনগণ প্রদান করে বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে সকল উপলক্ষে আয়োজন করা হয়েছে কবিতা আবৃত্তি, চিত্রাংকন প্রতিযোগিতা এবং আলোচনা সভা।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com