প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ১৭, ২০২২ সময়ঃ ৯:৩০ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ), ১৭ ফেব্রুয়ারী ।।
ময়মনসিংহের ভালুকায় বিজয়ী মেম্বার প্রার্থীর পক্ষে কাজ না করায় পরাজিত মেম্বার প্রার্থীর এক কর্মীকে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের করে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মেদুয়ারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মো: গোলাম মোস্তফা ও হাবিবুর রহমান হাবু ইউপি নির্বাচনে মেম্বার পদে প্রতিদ্ব›িদ্বতা করেন। কিন্তু বিজয়ী হওয়ার পর গোলাম মোস্তফা পরাজিত প্রার্থীর লোকদের হুমকী দিতে থাকেন। এরই জের হিসেবে ১৫ ফেব্রæয়ারী দুপুরে বিজয়ী মেম্বার গোলাম মোস্তফার ছেলে মাসুদ মিয়ার নেতৃত্বে ৪/৫ যুবক পরাজিত মেম্বার প্রার্থী হাবিবুর রহমানের কর্মী মো: হারুন অর রশিদের দোকানে ডুকে জোড়পূর্বক বাহিরে নিয়ে আসে। এ সময় তাকে বেদম মারপিট করা হয়। প্রতিবাদ করায় অপর ভাই আল আমিনকেও মারধর করা হয়। পরে আহত হারুন অর রশিদকে ভালুকা ৫০ শয্যা সরকারী হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আহত হারুন অর রশিদেও ভাই আল আমীন বাদি হয়ে মাসুদ মিয়া ও তার বাবা মেম্বার গোলাম মোস্তফা, হুমায়ূন মিয়া ও সুমন মিয়ার নাম উল্লেকসহ অজ্ঞাত আরো ৪/৫ জনকে বিবাদী করে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়েল করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অভিযোগকারী আল আমীন জানান, মোস্তফা মেম্বারের ছেলে মাসুদসহ ৪/৫ যুবক ঘটনার দিন আমার ভাইকে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে টেনে হেচড়ে বের করে নিয়ে ব্যাপক মারধর করে এবং দোকানের সাটার ভাঙার চেষ্টা চালায়। এসময় ওরা দোকান থেকে বেশ কিছু টাকাও ছিনিয়ে নেয়। আমার ভাইয়ের দোষ একটায় নির্বাচনে কেনো তার না হয়ে হাবুর পক্ষে কাজ করেছে।
এ ব্যাপারে অভিযুক্ত মেম্বার গোলাম মোস্তফা বলেন, তার বিরুদ্ধে থানায় দেয়া অভিযোগ সত্য নয়।
ভালুকা মডেল থানার এসআই বিলাস সরকার জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে এবং আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে।