প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ১৬, ২০২২ সময়ঃ ৬:৪৩ অপরাহ্ণ
মোঃ জাকির হোসেন, তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি।।
ময়মনসিংহের তারাকান্দা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে দিনব্যাপী অনুষ্ঠিত হলো প্রাণী সম্পদ প্রদর্শনী।
বুধবার (১৬ ই ফেব্রুয়ারি) ১১ টায় স্থানীয় তারাকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২২ তে তারাকান্দার বিভিন্ন এলাকা হতে খামারিরা তাদের পোষা প্রাণী নিয়ে ৩০ টি স্টলে প্রদর্শন করেন।
প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এর ভেটেরিনারি সার্জন ডাক্তার নাহিদ নওরীন এর উপস্থাপনায় মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: মোহাম্মদ মাহাবুবুল আলম, তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রদীপ চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়া সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শামসুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাকলি, বালিকা ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আলম রাজু, তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের প্রমূখ।
প্রদর্শনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের ৭ টি ক্যাটাগরিতে ১৯ জন খামারীকে পুরস্কৃত করা হয়।