প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ১৬, ২০২২ সময়ঃ ৩:৪৪ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ), ১৬ ফেব্রুয়ারীঃ
ময়মনসিংহের ভালুকায় অজ্ঞাত কাভার্ডভ্যান চাপায় নানী ও নাতি নিহত হয়েছেন। এ সময় নিহতদের লাশ চাপা এড়াতে গিয়ে অপর একটি বাস সেনা বাহিনীর পিক আপকে ধাক্কা দিলে পিক-আপটি রাস্তার পাশে উল্টে যায়। এতে ৭ সেনা সদস্য আহত হন। নিহতরা হলেন, গফরগাঁও উপজেলার খারোয়া কৃষ্টবাজার এলাকার আব্দুল হামিদ খানের স্ত্রী মুর্তুজা খাতুন (৬০) ও তার নাতি ওই গ্রামের সবুজ মিয়ার ছেলে জান্নাত (৩)। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ৯ টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মেহরাবাড়ি এলাকায় অবস্থিত লাবিব ফ্যাক্টরীর পূর্বপাশে। অপরদিকে দুপুরে সিএনজি উল্টে খাদে পড়ে এক ব্যক্তি নিহত ও ৪ জন আহত হয়েছেন।
হাসপাতাল, ফায়ারসার্ভিস, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মেহরাবাড়ি নামক স্থানে মুর্তুজা খাতুন শিশু নাতি জান্নাতকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এসময় ঢাকাগামী অজ্ঞাত একটি কাভার্ডভ্যান তাদেরকে চাপা দিয়ে দ্রæত পালিয়ে যায়। এতে তারা দু’জনই ঘটনাস্থলে নিহত হন। নিহতদের লাশ দু’টি চাপা না দিয়ে একটি যাত্রীবাহি বাস দ্রæত বেগে অতিক্রম করার সময় একইগামী সেনাবাহিনীর একটি পিকআপকে ধাক্কা দিলে সেনা সদস্য বহনকারী গাড়িটি (বিএ নম্বর-০৮৫১২০) রাস্তার পাশে উল্টে যায়। খবর পেয়ে ভালুকা ফায়ারসার্ভিস ও ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। আহতরা হলেন, সার্জেন্ট মির্জা (৪০), কাউসার আহমেদ (২২), মাহফুজুর রহমান (২২), সেনা সদস্য কাজী আল মামুন (৩৪), আব্দুল্লাহ (২২), রোমান মিয়া (২২) ও গোবিন্দ চন্দ্র (৩৭)। আহতদের প্রথমে ভালুকা ৫০ শয্যা সরকারী হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ময়মনসিংহ সিএমএইচে প্রেরণ করা হয়েছে। আহতদের মাঝে দুই সেনা সদস্যের অবস্থা আশঙ্কাজনক।
অপরদিকে একইদিন দুপুরে ভালুকা-গফরগাঁও সড়কে নিশাইগঞ্জের মোড় এলাকায় লরির ধাক্কায় বিরুনীয়াগামী সিএনজি চালিত অটোরিক্সা উল্টে খাদে পড়ে যায়। এ সময় উপজেলার কুল্লাব গ্রামের মোতালেব তালুকদারের ছেলে কাঞ্চন তালুকদার (৩৫) নিহত ও ইয়াসমিন (৪০), সানিয়া (১০), হ্যাপি (২০) ও অন্তরা (২০) আহত হয়েছেন। আহতদের মাঝে অন্তরা ও হ্যাপিকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ভরাডোবা হাইওয়ে থানার ওসি আলী হোসেন জানান, কাভার্ডভ্যানের চাপায় দুই জন নিহত হওয়ার পর পেছনের একটি বাস সেনা বাহিনীর গাড়িটি ধাক্কা দিলে গাড়িটি মহাসড়কের পাশে উল্টে গেলে ৭ জন সেনাসদস্য আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ভালুকা ফায়ারসার্ভিসের স্টেশন মাস্টার আল মামুন জানান, গফরগাঁও সড়কে সিএনজি খাদে পরে আহত ৫ জনকে ভালুকা সরকারী হাসপাতালে প্রেরণ করার পর এক ব্যক্তি মারা যান।