প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ১৫, ২০২২ সময়ঃ ৮:০৮ অপরাহ্ণ

গাজীপুর থেকে নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুর মহানগরর পূর্ব গাজীপুরা এলাকায় ১৫ ফেব্রুয়ারী মঙ্গলবার সস্ত্রাসী হামলায় দৈনিক মানবকন্ঠের টঙ্গী প্রতিনিধি মাহবুব তরফদার (৫০) মারাত্মক আহত হয়ছেন। তাকে টঙ্গীর আহসান উল্লাহ মাস্টার জেনারল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
সাংবাদিক মাহবুব তরফদার জানান, মঙ্গলবার দুপুর ২টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ গাজীপুরা রোডর মাথায় এলাকার কুখ্যাত সস্ত্রাসী জাহাঙ্গীর একের পর এক পথচারীকে প্রকাশ্যে আটকে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিছিল। এসময় সেখান দিয়ে তিনি টঙ্গী পূর্ব গাজীপুরার নিজ বাড়িতে যাওয়ার পথে সস্ত্রাসী জাহাঙ্গীর তাকেও পথরাধ করে। তিনি প্রতিবাদ করায় সস্ত্রাসী জাহাঙ্গীর তার ওপরও চড়াও হয়। এসময় তাকে মুখমন্ডলসহ শরীরর বিভিন্ন স্থানে আঘাত করে মারাতক জখম করে। তার ডাক চিৎকারে স্ানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়। এব্যাপারে সাংবাদিক মাহবুব তরফদার বাদী হয় টঙ্গী পূর্ব থানায় অভিযোগ করেছেন। এলাকাবাসী জানান, সস্ত্রাসী জাহাঙ্গীরের বিরুদ্ধে এলাকায় একটি চাঞ্চল্যকর হত্যাকান্ডসহ একাধিক মামলা রয়েছে। তার সস্ত্রাসী কর্মকাণ্ডে স্ানীয়রা অতিষ্ঠ হয়ে পড়েছেন। প্রায় প্রতিদিনই সে ছিনতাইসহ কোন না কোন অঘটনা ঘটাচ্ছে।
টঙ্গী পূর্ব থানার ওসি জাবেদ মাসুদ জানান, অভিযোগ পেয়েই ঘটনাস্ললে পুলিশ পাঠানো হয়। তবে এর আগেই সস্ত্রাসী জাহাঙ্গীর গা ঢাকা দেয়। সস্ত্রাসী জাহাঙ্গীরের বিরুদ্ধে আরো একাধিক অভিযোগ রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
#

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com