প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ১৩, ২০২২ সময়ঃ ৩:৫০ অপরাহ্ণ
মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।
ময়মনসিংহ শিক্ষাবোর্ডে ২০২১ সালের অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ফলাফলে পাসের হার ৯৫ দশমিক ৭১ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৬৮৭ জন শিক্ষার্থী।
রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. শামসুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
ওই প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ৬৯ হাজার ২১৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ৬৬ হাজার ২৫০ জন শিক্ষার্থী। এর মধ্যে ৩৫ হাজার ৫৪৯ মেয়ে এবং ৩৩ হাজার ৬৬৮ জন ছেলে পাস করেছে।
জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৬৮৭ জন পরীক্ষার্থী। এর মধ্যে ৪ হাজার ১২৩ জন মেয়ে ও ৩ হাজার ৫৬৪ জন ছেলে।
এ বছর ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে ২৭৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। এর মধ্যে শতভাগ পাস করেছে ২৯ শিক্ষা প্রতিষ্ঠানে।