প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ১২, ২০২২ সময়ঃ ৩:০৩ অপরাহ্ণ

গাজীপুর থেকে নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুরে পঁাচ শতাধিক অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে মহাগর যুবলীগ। শনিবার সকালে মহানগরের চান্দনা উচ্চ বিদ্যালয় এণ্ড কলেজ মাঠে স্বাস্থ্যবিধি মেনে অত্যন্ত সুশৃংখলভাবে এসব কম্বল বিতরণ করেন গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল। কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন নিখিলের নির্দেশে দুস্থ অসহায়দের মাঝে এ কম্বল বিতরণের আয়োজন করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, সুমন আহমেদ শান্ত বাবু, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন, আব্দুল কাইয়ুম সরকার, আতিকুর রহমান খান রাহাত, আফজাল হোসেন সরকার পাভেল, লিটন সরকার, শ্রমিকলীগ নেতা আব্দুস সোবহান, যুবলীগ নেতা রফিকুল ইসলাম রবি প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল বক্তৃতায় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে যুবলীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশে আমরা গাজীপুর মহানগর যুবলীগ মহামারী করোনাকালে অসহায়, দুস্থ ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, চিকিৎসাসেবা প্রদানসহ বিভিন্ন কর্মসূচী পালন করে আসছি। বর্তমানে অসহায় গরীব শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কার্যক্রমও শুরু করেছি। ইতিমধ্যে মহানগরের বিভিন্ন এলাকায় আমরা কম্বল বিতরণ করেছি। আগামী দিনেও প্রধানমন্ত্রীর আহ্বানে গরীব অসহায় দুস্থদের পাশে দঁাড়াবো। এখনো আমরা করোনা আক্রান্তদের অক্রিজেনসহ বিভিন্ন চিকিৎসা সেবা অব্যাহত রেখেছি।
#

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com