প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ১০, ২০২২ সময়ঃ ২:৩৬ অপরাহ্ণ

আসাদুজ্জামান, স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা, ১০ ফেব্রুয়ারীঃ

ময়মনসিংহের ভালুকা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত গেøারী ডায়িং এন্ড টেক্সটাইল ফ্যাক্টরীতে বেতন বোনাসসহ বিভিন্ন দাবিতে শ্রমিক অসন্তোষ দেখা দেয়। এরই জের হিসেবে ৯ ফেব্রæয়ারী বিকেল থেকে রাত সারে ৭ টা পর্যন্ত ফ্যাক্টরীর ভেতর বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। পরে শিল্পপুলিশ ঘটনাস্থলে গিয়ে মিল কর্তৃপক্ষের সাথে কথা বলে দাবির বিষয়ে আস্বাস দেয়া হলে শ্রমিকরা চলে যান। কিন্তু বৃহস্পতিবার ফ্যাক্টরীর ভেতর প্রবেশে বাঁধা ও অভারটাইমের টাকা না দেয়ায় শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড় অবরোধ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
আন্দোলরত শ্রমিকরা জানান, তারা ওই ফ্যাক্টরীতে ডায়িং, নিটিং ও গার্মেন্টসহ চারটি সেকশনে প্রায় ১০ হাজার নারী পুরুষ কাজ করছেন। শ্রমিকরা অভিযোগ করে বলেন, প্রতি মাসের ৭ তারিখে তাদের বেতন দেয়ার কথা কিন্তু ৯ তারিখ চলে গেলেও তাদেরকে বেতন দেয়া হয়নি। তাছাড়া, বোনাস, অভারটাইম থেকেও বঞ্চিত করা হচ্ছে। এমনকি শারীরিক সমস্যা দেখা দিলে ছুটি পাওয়া যায়না, ছুটি চাইলে গালাগাল করা হয়। এসব দাবিতে বুধবার বিকেলে মিলের ভেতর বিক্ষোভ করার পর বৃহস্পতিবার বেতন দেয়া হয়। তবে সকালে কর্মস্থলে গেলে আন্দোলন করার অভিযোগে তাদেরকে ফ্যাক্টরীর ভেতর প্রবেশ করতে দেয়া হয়নি। তাই তারা সকাল সাড়ে ১০ টায় থানামোড় এলাকায় প্রায় পৌনে এক ঘন্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় মহাসড়কের দুই পাশে দুরপাল্লার শত শত যাত্রীবাহি বাস ও অন্যান্য যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানযটের সৃষ্টি হয়। খবর পেয়ে শিল্পপুলিশ ও ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মিল কর্তৃপক্ষের সাথে কথা বলে শ্রমিকদের দাবির বিষয়ে আস্বাস দেয়া হলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।
ময়মনসিংহ শিল্প জোন-৫ (ভালুকা অঞ্চল) এর অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) জাহাঙ্গীর আলম জানান, অভারটাইমের জন্য গেøারী ফ্যাক্টরীর শ্রমিকরা মহাসড়ক কিছুক্ষন অবরোধ করেছিলো। পরে তাদের দাবির বিষয়টি ফ্যাক্টরী কর্তৃপক্ষ মেনে নেয়ায় অবরোধ তুলে নেয়া হয়।
ফ্যাক্টরীর জেনারেল ম্যানেজার (জিএম) প্রিতেস শাহা জানান, শ্রমিকদের বেতন দেয়া হয়েছে। তবে অভারটাইমের জন্য তারা আন্দোলনে যায়। অভারটাইমের টাকাও আজ কালের মধ্যে দিয়ে দেয়া হবে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com