প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ২, ২০২২ সময়ঃ ৩:২২ অপরাহ্ণ

গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে ২০ জন নারী উদ্যোক্তাকে সন্মাননা দেওয়া হয়েছে। গত মঙ্গলবার উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি), স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহযোগিতায় গফরগাঁও উপজেলা পরিষদ এ সন্মাননা প্রদান করেন। এ উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের প্রশিক্ষণ রুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র এস. এম ইকবাল হোসেন সুমন এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার। উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সারোয়ার সুলতান আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহিদা ফেরদৌসি, গফরগাঁও প্রেসক্লাব সভাপতি ও লংগাইর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, জাইকার প্রতিনিধি নিশাত মুনীর, সাংবাদিক মামুন প্রমুখ। পরে অনুষ্ঠানের অতিথিবৃন্দগণ সফল নারী উদ্যোক্তাদের হাতে সন্মাননা ক্রেষ্ট তুলে দেন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com