প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ২, ২০২২ সময়ঃ ১২:৪০ অপরাহ্ণ
মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ৩নং কাকনী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার ও তার পরিষদবর্গের প্রথম সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ফেব্রুয়ারি) বিকেলে ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া পূর্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তারাকান্দা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব বাবুল মিয়া সরকার।
আরো বক্তব্য রাখেন গালাগাও ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আব্দুর রহমান তালুকদার,তারাকান্দা উপজেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান,কাকনী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাইদুর রহমান খান প্রমূখ।
সভাটি সঞ্চালনা করেন ইউপি সচিব মুহাম্মদ আসাদুজ্জামান।
এর পূর্বে চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার সংক্ষিপ্ত বক্তব্যে জনগণকে তার কাজে সাহায্য সহযোগীতা কামনা করেন।তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়নে প্রচেষ্টা চালিয়ে যাওয়ার অভিমত ব্যাক্ত করেন।
এতে গণ্যমান্য ও রাজনৈতিক ব্যাক্তিবর্গসহ বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।