প্রকাশিত হয়েছেঃ ফেব্রুয়ারি ১, ২০২২ সময়ঃ ১১:৩১ পূর্বাহ্ণ

আসাদুজ্জামান ফজলু, দিগন্তবার্তা ডেক্স, ১ ফেব্রুয়ারীঃ
ময়মনসিংহের ভালুকায় ৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়ায় সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে। উপজেলার ১১টি ইউনিয়নে মোট ১২২টি ভোট কেন্দ্রে ৮৩৬টি বুথে ভোট গ্রহন করা হয়। উপজেলার ১১টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২লাখ ৮৭হাজার ৮৪২জন। নির্বাচনে চেয়ারম্যান পদে ৭৭ জন,সংরক্ষিত নারী সদস্য পদে ১৪১জন ও সাধারণ সদস্য পদে ৪২৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ১১ইউনিয়নে ১০ইউনিয়নে নৌকা ও এক ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।
১নং উথুরা ইউনিয়নে নূরুল ইসলাম(নৌকা), ২নং মেদুয়ারী ইউনিয়নে জেসমিন নাহার রাণী (নৌকা), ৩নং ভরাডোবা ইউনিয়নে শাহ আলম তরফদার (নৌকা),৪নং ধীতপুর ইউনিয়ন থেকে লুৎফুর রহমান শারফুল (নৌকা),৫নং বিরুনীয়া ইউনিয়ন থেকে শামছুল হোসেন (আনারস),৬নং ভালুকা ইউনিয়ন থেকে মোঃ শিহাব আমীন খান (নৌকা),৭নং মল্লিকবাড়ি ইউনিয়ন থেকে আকরাম হোসাইন (নৌকা), ৮নং ডাকাতিয়া ইউনিয়ন থেকে হারুন অর রশিদ (নৌকা), ৯নং কাচিনা ইউনিয়ন থেকে মুশফিকুর রহমান লিটন, ১০নং হবিরবাড়ি ইউনিয়ন থেকে তোফায়েল আহম্মেদ বাচ্চু ও ১১নং রাজৈ নূরুল ইসলাম বাদশাহকে (নৌকা) বেসরকারী ভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com