প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ২৯, ২০২২ সময়ঃ ৩:২৩ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ),২৯ জানুয়ারীঃ
ময়মনসিংহের ভালুকায় নিবার্চনী কাজে বাঁধা, ক্যাম্প ভাঙচুর, প্রাথর্ীকে অবরুদ্ধ ও হুমকীর প্রদিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার হবিরবাড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি (অব্যাহতিপ্রাপ্ত) ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রাথর্ী রেজাউল করিম রিপন। শনিবার দুপুরে ভালুকা প্রেসক্লাব কাযার্লয়ে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এসব ঘটনায় মডেল থানা ও নিবার্চন অফিসে একাধিক লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
সংবাদ সম্মেলনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রাথর্ী (ঘোড়া প্রতীক) রেজাউল করিম রিপন তার লিখিত বক্তব্যে বলেন, ১৪ জানুয়ারী প্রতিক বরাদ্দের পর নিবার্চনী কার্যক্রম শুরু থেকে নৌকা প্রতিকের প্রাথর্ী ও বর্তমান চেয়ারম্যান তোফায়েল আহমেদ বাচ্চুর পক্ষে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হানিফ মোহাম্মদ নিপুনের নেতৃত্বে ডালি, হাসান, আলমগীর কবির, সামাদ মন্ডল, খোকন, রতন, কাজলসহ বহিরাগত একদল লোক আমার কমর্ী-সমর্থদের নানা ধরণের হুমকী দিয়ে আসছিলেন। তাছাড়া ইতোমধ্যে ৪ টি নিবার্চনী ক্যাম্প স্থাপনে বাঁধা, ভাঙচুর ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়া হয়েছে। এসময় তার কমর্ীদের উপর হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। তিনি ভোট কেন্দ্র দখল ও ভোটারদের কেন্দ্রে আসতে বাঁধা প্রদানে আশঙ্কা করছেন। প্রার্থীর ভাই জিয়াউল হক স্বপন জানান, সংবাদ সম্মেলন করার জন্য ভালুকায় আসার পথেও শনিবার দুপুরে নৌকার লোকজন বাঁধা প্রদান করেন এবং তার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান অবরুদ্ধ করে রাখা হয়। পরে থানায় খবর দিলে এসআই মতিউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় তাদেরকে হত্যাসহ বিভিন্ন ধরণের হুমকী প্রদান করা হয়েছে। তিনি বলেন, হবিরবাড়ি ইউনিয়নে মোট ১৯ টি কেন্দ্র রয়েছে। তার মাঝে সোনার বাংলা পাখির চালা সরকারী প্রাথমিক বিদ্যালয়, আব্দুল গনি উচ্চ বিদ্যালয়, কাশর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও জামিরদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি ঝুঁিকপূর্ণ রয়েছে। ভোটেরদিন ওই সকল ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর প্রতি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন। আগামী ৩১ জানুয়ারী ভালুকার ১১ টি ইউনিয়নে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট অনুষ্ঠিত হবে।
নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রাথর্ী তোফায়েল অহমেদ বাচ্চু বলেন, তার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়। টাকা বিতরণের সময় ঘোড়া প্রতিকে চেয়ারম্যান প্রাথর্ী রেজাউল করিম রিপন অবরুদ্ধ হয়েছিলেন।