প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ২২, ২০২২ সময়ঃ ১০:০১ অপরাহ্ণ
জালালুর রহমান, মৌলভীবাজারঃ
মৌলভীবাজারের কুলাউড়াতে জিআর মামলায় গ্রেফতার পরোয়ানাভূক্ত এক আসামীকে আটক করেছে কুলাউড়া থানা পুলিশ।শুক্রবার (২১/জানুয়ারী/২০২২ইং) দুপুরে কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে জিআর মামলায় পরোয়ানাভূক্ত,আশরাফুল ইসলাম সাহেল নামক এক যুবক কে গ্রেফতার করা হয়েছে। কুলাউড়া থানার এএসআই আক্কাস উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ জিআর ৪৫/২১ (কুলাউড়া) এর পরোয়ানাভূক্ত আশরাফুল ইসলাম সাহেলকে (৩০) কুলাউড়া থানার বেগমানপুর গ্রাম থেকে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃত আশরাফুল ইসলাম সাহেল কুলাউড়া থানার বেগমানপুর গ্রামের তারা মিয়ার ছেলে। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভুষন রায় বলেন, কুলাউড়া থানার এএসআই আক্কাস উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ জিআর মামলার পরোয়ানাভূক্ত আশরাফুল ইসলাম কে গ্রেফতার করা হয়েছে। উক্ত আসামী দীর্ঘদিন জাবত পলাতক ছিল।
গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।