প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ১৯, ২০২২ সময়ঃ ৬:১৫ অপরাহ্ণ
গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে ” এইচএমবিডি ” ফাউন্ডেশনের উদ্যোগে গ্রামের বেকার মহিলাদেরকে কাজে লাগিয়ে মাফলার, ওলের টুপি, মোজা ও কম্বল তৈরি করে অসহায় শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হয়।
বুধবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার লংগাইর ইউনিয়নের কাজা গ্রামের প্রায় দুই শতাধিক অসহায় দরিদ্র্র মানুষের মাঝে এগুলো বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগাইর ইউপি চেয়ারম্যান ও গফরগাঁও প্রেসক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল আমিন বিপ্লব এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও সরকারি কলেজের সাবেক অধ্যাপক ও মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপপরিচালক আবুল কালাম।
এইচএমবিডি ফাউন্ডেশনের উদ্যোক্তা ডাক্তার মেহেদী হাসান বলেন, আমার কয়েকজন বন্ধুদের নিয়ে “এইচএমবিডি” ফাউন্ডেশন গঠন করেছি। বেকার মহিলাদের কর্মসংস্থান বৃদ্ধি করতে গ্রামের বেকার মহিলাদেরকে কাজে লাগিয়ে মাফলার, ওলের টুপি, মোজা ও কম্বল তৈরি করি। দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কিছু শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়।