প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ১৩, ২০২২ সময়ঃ ৫:২৪ অপরাহ্ণ

গফরগাঁও প্রতিনিধিঃ
পারিবারিক কলহের জের ধরে আব্দুল মিয়া (৪৫) নামের এক ব্যক্তি ১২ জানুয়ারী বুধবার সন্ধ্যায় ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। নিহতের স্বজনরা রাতেই গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তি পার্শ্ববর্তী কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নের ঢাকুরিয়া গ্রামের হেলাল মিয়ার ছেলে।
নিহতের চাচাতো ভাই আলামিন জানান, বুধবার সন্ধায় আব্দুল মিয়া নিজ বসতঘরে সিলিং ফ্যানের সাথে দড়িতে ঝুলে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। স্বজনরা টের পেয়ে রাত ৮টা নাগাদ গফরগাঁও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে গফরগাঁও থানা পুলিশ নিহতের লাশটি উদ্ধার করে রাতেই ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বলেন, নিহত ব্যক্তির বাড়ি পার্শ্ববর্তী হোসেনপুর উপজেলা হলেও গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লে´ে চিকিৎসা নিতে আসেন। পরিবারের দাবি নিহত ব্যক্তি আত্মহত্যা করেছেন। ফাঁসির ঘটনায় মৃত্যু কিনা নিশ্চিত হতে ময়নাতদন্ত শেষে গতকাল বৃহষ্পতিবার আব্দুল মিয়ার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com