প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ১৩, ২০২২ সময়ঃ ৩:২৭ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ),১৩ জানুঃ
ময়মনসিংহর ভালুকা উপজলার জামিরদিয়া এলাকায় অবস্তি ওরিয়ন নীট টক্সটাইলস্ লিমিটডর শ্রমিকদর ছুটির পাওনা টাকা, শ্রমিক নির্যাতণ ও বিনা নাটিশ শ্রমিক ছাটাইয়র প্রতিবাদ বহস্পতিবার (১৩ জানুয়ারী) মিল গইটর সামন বিক্ষাভ কর ওই মিলর শ্রমিকরা। এসময় ভালুকা মডল থানা ও শিল্পপুলিশর সহযাগিতায় শ্রমিকরা শাÍ হন।
ওই মিলর শ্রমিক জহিরুল ইসলাম, আশাদুল, আজগর আলী, আল আমিনসহ অন্যান্য শ্রমিকরা জানান, বিনা নাটিশ ২৬ জনক চাকুরীচ্যুত ও এডমিন ম্যানজার ইদ্রিস আলী, জিএম শামসুল হক ও পিএম সানায়ারর নির্দশ সুপারভাইজার লাভলী, লাইনম্যান শাকিলসহ আরা অনক শ্রমিকদর উপর কিলঘুষি ও মহিলা শ্রমিকদর লাঞ্ছিত কর চাকুরীচ্যুত করা হয়ছ।
এ বিষয় মিল কর্তপক্ষর সাথ যাগাযাগ করল গণমাধ্যম বক্তব্য দিত অস্বীকতি জানানা হয়। ময়মনসিংহ শিল্প পুলিশ-৫ এর এএসপি সাইদুর রহমান জানান, বুধবার থকই থম থম শ্রমিকদর মাঝ উত্তজনা চল আসছিলা। এমন সংবাদর ভিত্তিত রাত থক শিল্পপুলিশ মিল এলাকায় করা প্রহরায় রয়ছ। বর্তমান পরিস্থিতি শান্ত রয়ছ।