প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ১১, ২০২২ সময়ঃ ৮:৪০ অপরাহ্ণ
গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ের শিবগঞ্জ চৌরাস্তা এলাকায় একটি দোকান থেকে দিন দুপুরে চুরির ঘটনা ঘটেছে। জানা যায়,
গত সোমবার বেলা পৌনে তিনটার দিকে শিবগঞ্জবাজার চৌরাস্তায় জান্নাত হার্ডওয়্যারে প্রবেশ করে দুই চোর। একজন কৌশলে দোকান কর্মচারীকে আলাপচারিতায় ব্যস্ত রেখে অপরজন বিশেষ চাবি দিয়ে ক্যাশবাক্স খুলে নগদ দেড় লাখ টাকা হাতিয়ে সটকে পড়ে। দোকানের সিসি টিভি ফুটেজ থেকে এই চুরির ঘটনা ধরা পড়ে।
দোকান মালিক মুফতি আশরাফুল ইসলাম জানান, ঘটনার কিছুক্ষণ পরে দোকানে এসে ক্যাশবাক্সের তালা খোলা দেখে সিসি টিভি ফুটেজ দেখে চুরির ঘটনা নিশ্চিত হয়েছেন।
এ ঘটনায় দোকান মালিক সোমবার বিকেলে গফরগাঁও থানায় অভিযোগ করলে সংশ্লিষ্ট বিট অফিসার উপপরিদর্শক মঞ্জুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে সিসি টিভি ফুটেজ সংগ্রহ করেন।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফারুক আহম্মেদ বলেন, চুরির ঘটনার সাথে জড়িতদের সিসি টিভি ফুটেজ দেখে সনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।