প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ৯, ২০২২ সময়ঃ ৬:০৪ অপরাহ্ণ
গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গতকাল রোববার সকালে মর্জিনা আক্তার ওরফে মরিয়ম (৩০) নামের এক নারী ছিনতাইকারীকে হাতে নাতে আটক করেছে জনতা। আটককৃত নারী ছিনতাইকারীর বাড়ী বি-বাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায়। সে দরমলটল গ্রামের সাদেক মিয়ার স্ত্রী।
জানা যায়, উপজেলার পাগলা থানাধীন নিগুয়ারি গ্রামের তাজুল ইসলামের মেয়ে জাকিয়া তাজ করোনা টিকা গ্রহন করতে স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা লাইনে দাঁড়ান। এ সময় নারী ছিনতাইকারী দলের সদস্যরা লাইনে ভিড় করে কৌশলে রোগীর গলা থেকে প্রায় ৫২ হাজার টাকা মূল্যের সাড়ে দশ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় হাতে নাতে জনতা আটক করে থানা পুলিশে দেয়।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ জানান, এ ঘটনা বিষয়ে অভিযোগ পেয়েছি। আটককৃত নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।