প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ৩, ২০২২ সময়ঃ ৭:৫১ অপরাহ্ণ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি, ৩ জানুয়ারীঃ
ময়মনসিংহের ভালুকায় মনোনয়ন পত্র জামা দেয়ার শেষ দিন সোমবার (০৩ জানুয়ারী) পর্যন্ত প্রার্থীরা কর্মী-সমর্থক নিয়ে উৎসবমুখর পরিবেশে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। উপজেলার ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭৭, সাধারণ সদস্য পদে ৪২৩ ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৪১ প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
তাঁদের মাঝে উথুরা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন। তারা হলেন, মোঃ ফজলুল হক. মনিরুজ্জামান বুলবুল. শহ্ মোহাম্মদ লিমন. এসএম ইমাম জাকির হাসান, মোঃ শামীম আহমেদ,. মোঃ ইসাক আলী, মোঃ নুরুল ইসলাম, মোহাম্মদ আবুল কালাম আজাদ ও জসিম উদ্দিন।
মেদুয়ারী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬জন। তারা হলেন, শারোয়ার মোর্শেদ জামান, মোঃ হেলাল উদ্দিন মন্ডল, মোঃ আতাউর রহমান. মোঃ আকতার হোসেন. একেএম সাইফুজ্জামান তালুকদার ও জেসমিন নাহার রানী।
ভরাডোবা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬জন
তারা হলেন, বজমুল তালুকদার, এমএম কবির. মোহাম্মদ শফিকুল ইসলাম. মোঃ পলাশ মানিক. মোঃ শাহ্ আলম তরফদার ও মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
,ধীতপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫জন। তারা হলেন, মোঃ আবঃ মালেক পাঠান. মোহাম্মদ আশরাফুল আলম. মোঃ শফিকুল ইসলাম. মোঃ লুৎফর রহমান খান ও মোঃ তোফাজ্জল হোসেনে।
. বিরুনীয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯জন। তারা হলেন, সুব্রত ভৌমিক, মোঃ নুরুল হক. মোসারফ হোসেন ঢালী, মোঃ আসাদুজ্জামান . মোঃ নাসির উদ্দীন সরকার, আবদুস ছামাদ. মোঃ রিদওয়ান সারোয়ার রাব্বানী. মজিবুর রহমান ও ছামছুল হোসাইন।
ভালুকা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯জন। তারা হলেন,শামীম আহমেদ, সাব্বির আহমেদ রাজীব. মোঃ নুরুজ্জামান শেখ. আফজাল হোসেন. শাহ্ মোঃ আলী আজগর. মোঃ শিহাব আমিন খান, মোঃ নূর আলম সিদ্দিকী স্বপন. শফিকুল ইসলাম ও মোহাম্মদ আমান উল্লাহ খান।
মল্লিকবাড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪জন। তারা হলেন, মোঃ মানিক মিয়া. জসীম উদ্দিন আহমেদ. মোহাম্মদ আকরাম হোসাইন ও মোঃ ছারুয়ার জাহান এমরান।
ডাকাতিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭জন। তারা হলেন, মোঃ আতিকুজ্জামান, মোঃ অন্তর, মোঃ সোলায়মান আলী, মোঃ সাইফুল ইসলাম. মোঃ হারুন রশীদ. মোঃ সাইফুল ইসলাম ও হুমায়ুন আহমেদ।
কাচিনা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন। তারা হলেন, মোঃ খালেকুজ্জামান তালুকদার. মোহাম্মদ সেলিম তালুকদার. মোঁ চান মাসুদ. মোঃ আবদুর রেজ্জাক. মোহাম্মদ মুশফিকুর রহমান।
হবিরবাড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭জন। তারা হলেন, শামীম আসাদ. গাজী মাজাহারুল আনোয়ার. মোহাম্মদ খালিকুর রহমান. রফিকুজ্জামান. মোঃ তোফায়েল আহমেদ, জুলহাস উদ্দিন এ মোঁ রেজাউল করিম।
এবং রাজৈ ইউনিয়নে চেয়ারম্যান পদে ১০জন। তারা হলেন, মোঃ জাকির হোসেন, আনোয়ার উদ্দিন আহমেদ. মোঃ নুরুল ইসলাম বাদশা. মোঃ নুরুজ্জামান খান. মোঃ রাকিবুজ্জামান খান. মীর মোঃ এমরান হাসান. মো আবঃ হক মন্ডল. মোঃ আবঃ খালেক, সাজমুল করিম চৌধুরী ও মোস্তাক আহমেদ।
প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ৩১ জানুয়ারী ভালুকায় ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।