প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ৩, ২০২২ সময়ঃ ৬:৪৫ অপরাহ্ণ
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি, ৩ জানুুয়ারীঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভালুকা উপজেলার আবারো, ২নং মেদুয়ারী ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী জেসমিন নাহার রানি মনোয়ন পত্র জমা দিয়েছেন। সোমবার (০৩ জানুয়ারি) দুপুর ৩টায় ভালুকা উপজেলা রিটার্নিং কর্মকর্তার কাছে তিনি এই মনোয়ন পত্র জমা দেন।
মনোয়ন পত্র জমাদানকালে উপস্থিত ছিলেন, ভালুকা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ গোলাম মোস্তফা, ময়মনসিংহ জেলা জজ কোটের অ্যাডভোকেট শওকত আলী, ভালুকা পৌরসভার মেয়র মেজবাহউদ্দিন কাইয়ুম, ময়মনসিংহ জেলার নেতা ওহেদ সাহেব, ইউনিয়ন আওয়ামীগের সভাপতি আব্দুল লোকমান হেকিম সরকার, মেদুয়ারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ মাষ্টার, ভালুকা উপজেলা প্রথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ইদ্রিস মাস্টার, সভাপতি মাঝাহারুল হক, মোছাইদুল ইসলাম উজ্জ্বল মৌলা, ৬ নং ওয়ার্ড যুবলীগ নেতা বাচ্চু মৌলা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোহেল মৌলাসহ, আওয়ামী অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ ও ৫ শাতাধিক জনসাধারণ।
এসময় চেয়ারম্যান প্রার্থী জেসমিন নাহার রানি বলেন, আমাকে আওয়ামীলীগ থেকে আবারও ইউনিয়ন নির্বাচনে মনোনীত করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। সরকারের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে অত্র ইউনিয়নে নৌকা প্রতীককে বিজয়ী করতে সকলের সহযোগিতা করেন তিনি।