প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ২, ২০২২ সময়ঃ ৭:২৯ অপরাহ্ণ
গফরগাঁও প্রতিনিধি, ২ জানুয়ারীঃ
ময়মনসিংহের গফরগাঁও পৌরশহরের ৫ নম্বর ওয়ার্ডের নতুনবাজার এলাকায় মা ইলেকট্রিক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক কামরুজ্জামান লিটনের মাছমহল সংলগ্ন বাসায় গত শনিবার গভীর রাতে দূর্ধষ চুরি সংঘটিত হয়। এতে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার মালামাল ও নগদ অর্থ নিয়ে যায় চোরচক্র।
ব্যবসায়ী কামরুজ্জামান লিটন বলেন, পরিবারের সদস্য সবাই বাসায় সামনে ইসলামী ধর্মীয় সভা শুনতে গিয়েছিলাম। এই সুযোগে রাতের কোন এক সময়ে ঘরের তালা ভেঙ্গে চোর ভিতরে প্রবেশ করে সবক’টি আলমারি ও সুকেশের তালা ভেঙ্গে জিনিসপত্র নিয়ে যায় এবং মূল্যবান কাগজপত্র তছনছ করে। রাতে ঘরে ফিরে আসার পর দেখি বাসার সব কক্ষের মালামাল চুরি হয়েছে এবং এলোমেলো ও তালা ভাঙ্গা। চোরেরদল এসময় খালি বাসায় ১টি স্টীলের আলমিরা, ওয়াল সুকেশ ভেঙ্গে ৩টি স্বর্ণের চেইন, ১টি স্বর্ণের লকেট, ৩টি হাতে চুড়ি ও ৩টি আংটি সহ ১টি দামী মোবাই সেট, নগদ ২ লক্ষ টাকা চুরি করে নিয়ে যায়।এ ব্যপারে ব্যবসায়ী লিটন রাতেই থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ জানান, বিষয়টি তদন্তে গিয়েছিলো পুলিশ। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।