প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ১, ২০২২ সময়ঃ ৪:৪৯ অপরাহ্ণ

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ), ১ জানুয়ারীঃ
জলবায়ূ ও পরিবেশ রক্ষার্থে অবৈধ করাতকল উচ্ছেদ ও জবরদখলকৃত বনভূমি উদ্ধার করা হবে। ইতোমধ্যে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে এবং কয়েকদিনের মধ্যেই তার কার্যক্রম শুরু করা হবে। শনিবার সকালে ময়মনসিংহের ভালুকায় উপজেলার হবিরবাড়ি ভালুকা জোনের সহকারী বন সংরক্ষকের কার্যালয়ের নতুন ভবনের শুভ উদ্বোধনকালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন (এমপি) এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ ধনু,  সহকারী বন সংরক্ষক (সিএফ) মনিরুল ইসলাম, ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিভাগীয় বন কর্মকর্তা ময়মনসিংহ বন বিভাগ এ কে এম রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার মাজফুজা খাতুন, সহকারী বন সংরক্ষক (ভালুকা অঞ্চল) আবু ইউসুফ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল বাকীউল বারী, রেঞ্জ কর্মকর্তা মো. মহিউদ্দিন, ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল ইসলাম, হবিরবাড়ি বিট কর্মকর্তা আবুল হাসেম চৌধুরী ও অবসরপ্রাপ্ত শিক্ষক নজরুল ইসলাম বিএসসি প্রমুখ।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com