প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ২১, ২০২১ সময়ঃ ৭:৪৮ অপরাহ্ণ
মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিখোঁজ শিক্ষার্থী শিব্বির আহমেদ কে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার পুলিশের সহযোগিতাই ফিরে পেলো তার পরিবার।
মঙ্গলবার (২১ডিসেম্বর ) দুপুরে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আকন্দ পিতা আব্দুল্লাহ আল ফারুকের হাতে শিব্বির আহমেদ’কে তুলে দেন।
এর আগে, আনন্দ মোহন কলেজের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র শিব্বির আহমেদ গত শুক্রবার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিখোঁজ হন।
স্ট্যাটাসে শিব্বির লিখেছিলেন, ‘আব্বু আম্মু ক্ষমা করে দিও, আজ বাড়ি যাওয়ার কথা ছিল, আপু মুশাব্বিরের প্রতি খেয়াল রাইখো।’
এছাড়া অন্য আরও স্ট্যাটাসে লেখেন, ‘ভালো থাকবে জায়গা, সুখে থাকবে শহর’, ‘ঘর, পরিবার, জায়গা ক্ষমা করে দিও’ এবং ‘আল বিদা’।
তা ছাড়াও তিনি কমিউটার ট্রেনে ময়মনসিংহ থেকে তার বাড়ি জামালপুর যাচ্ছেন বলে পরিবারকে ফোনে জানিয়েছিলেন। তবে শিব্বিরের দেওয়া স্ট্যাটাস দেখে পরিবার তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে ফোন বন্ধ পান।
ওই দিন রাতে কোতোয়ালি মডেল থানায় জিডি করে তার পরিবার। তারপর থেকে পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাকে খুঁজতে থাকে। অবশেষে রোববার রাতে দিনাজপুরে তার সন্ধান পায় ময়মনসিংহে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
শিব্বির আহমেদের বাড়ি জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নে বানিয়াবাড়ী এলাকায়। পড়াশোনার জন্য তিনি ময়মনসিংহ নগরীর মীরবাড়ি কলেজ রোড এলাকায় একটি ছাত্রাবাসে থাকতেন।