প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ২১, ২০২১ সময়ঃ ৫:১৭ অপরাহ্ণ

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ),২১ ডিসেম্বরঃ
ময়মনসিংহের ভালুকায় শিল্পপুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি মো: শফিকুল ইসলাম দু’টি ফ্যাক্টরী পরিদর্শণ ও দু’টি পুরুষ ব্যারাক ভবন উদ্বোধন করেন। মঙ্গলবার দিনব্যাপী উপজেলার মাষ্টারবাড়ি ও মেদুয়ারীর নিঝুরী এলাকায় অবস্থিত এসব ফ্যাক্টরী পরিদর্শণ করা হয়। শিল্পপুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি মো: শফিকুল ইসলাম বলেন, বিজিএমএ’র আওতাাভূক্ত গ্রীণ টেক্সটাইল লিমিটেড ও এ্যাপারেলস্ ওয়েট প্রসেসিং লিমিটেড নামে দু’টি ফ্যাক্টরী পরিদর্শণ করা হয়েছে। তবে গ্রীণ টেক্সটাইল ফ্যাক্টরীটির ব্যবস্থাপনা খুবই ভালো লাগলো। ফ্যাক্টরীতে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মনিটনিং ও অগ্নি নিবার্পক ব্যবস্থা জোরদার করাসহ সার্বিক ব্যবস্থা পযার্লোচনা ও পরিদর্শণ কওে সন্তোষ প্রকাশ করেন। পরে নিরাপদ কর্মপরিবেশ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ সার্বিক বিষয় নিয়ে ফ্যাক্টরীর মালিক, কর্মকতার্ কর্মচারী ও শ্রমিকদের সাথে আলোচনাসভায় মিলিত হন।
এ সময় শিল্পপুলিশ-৫ ময়মনসিংহের পুলিশ সুপার মো: মিজানুর রহমান, এএসপি কাজি সাইদুর রহমানসহ ইউনিটের উর্ধ্বতণ কর্মকতার্গন ও বিভিন্ন পযার্য়ের সদস্যবৃন্দ্ব এবং শিল্প কারখানার মালিক পক্ষের প্রতিনিধি, কর্মকতার্ ও শ্রমিক নেতৃবৃন্দ্ব উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com