প্রকাশিত হয়েছেঃ জুন ৭, ২০২১ সময়ঃ ২:২৫ অপরাহ্ণ
গফরগাঁও প্রতিনিধিঃ-
গফরগাঁওয়ে বালুবর্তী ড্রাম ট্রাকের চাপায় পিষ্ট হয়ে দুই পথচারী যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন, গফরগাঁও উপজেলার পাগলা থানার খুরমিদমহল গ্রামের শহীদের ছেলে মানিক মিয়া (২৮) ও নুর হোসেনের ছেলে মাসুম বিল্লাহ (১৯)। ৭ জুন সোমবার ভোর ৬টার দিকে গফরগাঁও-হোসেনপুর সড়কে খুরশিদমহল ব্রীজের উপর এই দুর্ঘটনা ঘটে। পাগলা তানার ওসি রাশেদুজ্জামান ঘটনাটি নিশ্চিত করেছেন। ভোরে এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার (৭জুন) বোর ৬টার দিকে দুই যুবক মানিক ও মাসুম পায়ে হেটে ব্রক্ষèপুত্র নদের অপর পাড়ে খুরমিদমহল গ্রামের চরাঞ্চলে তাদের ফসলের জমিতে কাজ করতে যাচ্ছিলেন। এ সময় খুরশিদ মহল ব্রীজের উপর দিয়ে পায়ে হেটে দুই যুবক তাদের নিজের জমিতে কাজ করতে যাওয়ার সময় পিছন দিক থেকে আসা বেপরোয়া বালুবর্তী ড্রাম ট্রাক পথচারী দুুই যুবককে চাপা দেয় । এতে ঘটনাস্থলেই দুই যুবক প্রাণ হারান। এলাকাবাসী জানান , বেপরোয়া গতি বালুবর্তী ড্রামট্রাকটি অপরাধ সাইডে গিয়ে এই দুই যুবককে চাপা দেয়। ড্রাইভার ট্রাকের চাপায় দুই যুবককে পিষ্ট করে ট্রাকটি দু্রতগতিতে পালিয়ে যায়।
পাগলা থানার ওসি রাশেদুজ্জামান বলেন, দুর্ঘটনার মরদেহ উদ্ধার করে পাগলা থানায় নেয়া হয়েছে। ঘটনাস্থল থেকে ব্রীজের ঢোল আদায়ের ঘরটি মাত্র ৩শ গজ দুরে। ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। তাদেরকে সনাক্তকরনের চেষ্ট চলছে।