প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ১৭, ২০২১ সময়ঃ ৬:০১ অপরাহ্ণ

গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে এ্যাডভোকেট শাহাব উদ্দিন কলেজের আয়োজনে (প্রতিষ্ঠাতা সভাপতি এ কে এম সাজ্জাদ হোসেন শাহীন) ১৬ ডিসেম্বর) বৃহস্পতিবার মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দিনব্যাপি নানান কর্মসূচী উদযাপিত হয়। কর্মসূচীর মধ্যে ছিল বীর শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, সম্মিলিত কুচকাওয়াজ ও শারিরিক কসরত প্রদর্শন অনুষ্ঠানে অংশ গ্রহন, মুক্তিযোদ্ধ ভিত্তিক রচনা, বিতর্ক ও কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, দোয়া মাহফিল ও জাতীয়ভাবে শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ এবং
টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট।
দুপুরে কলেজ হলরুমে কলেজের অধ্যক্ষ একেএম মাহমুদ হোসেন সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সমাজসেবক শাহ আলম সহ কলেজের শিক্ষক শিক্ষার্থী প্রমূখ।
বিকালে কলেজ প্রাঙ্গণে টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট খেলা উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক একেএম মাহমুদ হোসেন সেলিম। খেলায় কলেজের একাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা মানবিক শাখাকে ২৬রানে পরাজিত করে বিজয়ী হন। খেলায় কলেজের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com