প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ১৫, ২০২১ সময়ঃ ৮:৪৩ অপরাহ্ণ
গফরগাঁও প্রতিনিধিঃ
মা-বাবার সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তামান্না আক্তার (১৩) নামে এক স্কুল ছাত্রী। ঘটনাটি ঘটেছে, গতকাল বুধবার (১৫ ডিসেম্বর) সকালে ময়মনসিংহের গফরগাঁওয়ের ছয়বাড়িয়া গ্রামে। নিহত তামান্না আক্তার উপজেলার রাওনা ইউনিয়নের ছয়বাড়িয়া গ্রামের হেলাল উদ্দিন ও শাহনাজ বেগমের মেয়ে।
নিহত ছাত্রীর পরিবার জানায়, উপজেলার কালাইপাড়-জালেশ^র উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী তামান্না আক্তারকে গত দুইদিন আগে তার মা-বাবা বকাঝকা করেন। এ নিয়ে মেয়েটি মা-বাবার সাথে অভিমান করে বুধবার সকালে সবার অগোচরে বসত ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে গফরগাঁও থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বলেন, মেয়েটির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।