প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ১৫, ২০২১ সময়ঃ ৬:৫৮ পূর্বাহ্ণ
স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা ডেক্সঃ
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ১৪ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে ভালুকা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও শহীদদের রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি এসএম শাহজাহান সেলিমের সভাপতিত্বে ও সেক্রেটারি আক্কাছ আলীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, শহীদ বীরমুক্তিযোদ্ধার সন্তান ও উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সেলিনা রশিদ, কামরুল হাসান পাঠান, আলমগীর হোসেন, এমএ মালেক খান উজ্জল ও মনির খান প্রমুখ।
আলোচনা শেষে ভালুকা প্রেসক্লাবের আজীবন সদস্য প্রয়াত আব্দুল আউয়াল ঢালী ও আব্দুল ওয়াদুদ মিয়াসহ শহীদ বুদ্ধিজীবীদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
#