প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ১৩, ২০২১ সময়ঃ ১০:৫৯ পূর্বাহ্ণ
স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা ১২ ডিসেম্বরঃ
ভালুকা মুক্ত দিবস, মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিজয় মেলা-২০২১ এর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ৫ম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেএম. খালিদ বাবু এম পি, মাননীয় প্রতিমন্ত্রী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু এম পি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভালুকা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট শওকত আলী , উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবা সালমা খাতুন, পৌর মেয়র ডাঃ মেজবাহ উদ্দিন কাইয়ুম,
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রশিদ মাস্টার, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, সাংবাদিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।