প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ৬, ২০২১ সময়ঃ ৫:৫১ অপরাহ্ণ
ভালুকা প্রতিনিধি, ৬ ডিসেম্বরঃ
ময়মনসিংহের ভালুকায় অভিনব কায়দায় এক প্রবাসীসহ দুই বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। একটি সঙ্ঘবদ্ধ চুরেরদল ঘরের দরজার সিটকানী ভেঙে ভেতরে ডুকে ঘরের লোকদের অস্ত্রেও মুখে জিম্মি করে নগদ টাকা ও অন্যান্য জিসিনপত্র নিয়ে যায়। ঘটনাটি রোববার রাতে উপজেলার তালাব গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে একটি সঙ্ঘবদ্ধ চুরেরদল উপজেলার তালাব গ্রামের মালয়েশিয়া প্রবাসি রইসউদ্দিনের বাড়ির দরজার সিটকানী কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় ঘরের লোকজন ঘুমিয়ে ছিলেন । শব্দ পেয়ে ঘুম থেকে জেগে উঠতেই অস্ত্রের মুখে চুরেরদল তাদের জিম্মি করে আলমিলার তালা ভেঙে নগদ টাকা, মোবাইল সেট ও স্বণার্লঙ্কার নিয়ে যায়। অপরদিকে একই রাতে তালাব পশ্চিম বাজার সংলগ্ন হাফিজ উদ্দিনের ছেলে আবুল কাশেমের বাড়িতে একই কায়দায় নগদ ৪০ হাজার টাকা তিনটি মোবাইল সেট ও স্বণার্লঙ্কার চুরি করে নিয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত আবুল কাশেমের চাচা হাজি আব্দুল বাতেন জানান, ঘুমন্ত অবস্থায় চুরেরদল ঘরের সিটকানী কেটে ভেতরে ডুকে পরিবারের লোকদের অস্ত্রের মুখে জিম্মি করে আগেরদিন সমিতি থেকে আনা ৪০ হাজার টাকা, স্বণার্লঙ্কার, মোবাইল সেট ও কাপড়চোপড়সহ জিসিনপত্র নিয়ে গেছে।
স্থানীয় ইউপি সদস্য আবু বকর সিদ্দিক চুরির ঘটনাটির সত্যতা স্বীকার করে জানান, সকালেই অত্র ইউনিয়নে দায়িত্বরত এসআই রেজাউলকে মোবাইলে জানানো হয়েছে।
এ ব্যাপারে ভালুকা মডেল থানার এসআই রেজাউল করিমের সাথে সোমবার সন্ধ্যায় মোবাইল ফোনে কথা হলে তিনি জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করতে যাচ্ছি।