প্রকাশিত হয়েছেঃ জানুয়ারি ৪, ২০২৫ সময়ঃ ৫:১৯ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ময়মনসিংহের ভালুকা পৌসভার ৯ টি ওয়ার্ডে শীতার্তদের মাঝে সাড়ে ৭ হাজার কম্বল বিতরণ করেছেন পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান। শনিবার (৪ জানুয়ারী) দুপুরে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কানার মার্কেট এলাকায় বিতরণের শেষদিনে এক হাজার কম্বল বিতরণ করা হয়।
আলহাজ্ব হাতেম খান বলেন, প্রতিবছরের ন্যায় এবারো তিনি তার নিজস্ব অর্থায়নে পৌরসভার ৯ ওয়ার্ডে শীতার্ত মানুষের মাঝে সাড়ে ৭ হাজার কম্বল বিতরণ করছেন। এরই অংশ হিসেবে বিতরণের শেষদিনে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে কানার মার্কেট এলাকায় এক হাজার কম্বল বিতরণ করা হয়েছে। এ সময় পৌর বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর আমানুল্ল্যাহ তাজুলসহ বিভিন্ন পর্যায়ের বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।