প্রকাশিত হয়েছেঃ নভেম্বর ২৯, ২০২১ সময়ঃ ৩:৪৬ অপরাহ্ণ
গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা সরকারীভাবে কৃষি মন্ত্রনালয় থেকে প্রকৃত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য বরাদ্ধকৃত সার বীজ বিতরণে ব্যাপক অনিয়ম দুনীর্তি অভিযোগ পাওয়া গেছে। গফরগাঁও উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা আনোয়ার হোসেন বলছেন, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও আমাদের কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের দেওয়া তালিকা অনুযায়ী সার বীজ বিতরণ করা হয়েছে। তিনি বলেন, গত ২০নভেম্বর থেকে ২৮ নভেম্বর পযন্র্Í কৃষকদের মাঝে সার বীজ বিতরন করা শেষ করা হয়েছে। গফরগাঁও উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার লুৎফে আল মুইন জানান,উপজেলার ১৫টি ইউনিয়নে ৯৮হাজার ৬শ কৃষক পরিবার রয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন জানান,কৃষি প্রনোদণার আওতায় তালিকা করা হয়েছে ৩হাজার ৩শ ৩০জনকে। কৃষকদের মধ্যে বিতরনকৃত প্রনোদণাগুলো হলো এমওপি-ডিএপি সার,ভুট্রা,গম,সরিষা,চীনা বাদাম,পিয়াজ বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের তালিকা সূত্র ধরে জানা যায়, কৃষি প্রনোদণার তালিকায় প্রকৃত কৃষকের নাম নেই। যাদের নাম রয়েছে তারা অধিকাংশই কৃষক নন। রয়েছে ইউনিয়ন ও ওয়ার্ড ভিত্তিক নেতাকমর্ী এবং অকৃষকদের নাম। উপজেলার পিপি গুদাম থেকে কৃষি প্রনোদণার সার বীজ উত্তোলন করেই তারা পুরো সার বীজ কালোবাজারী বা ডিলাদের কাছে বিক্রি করে দিয়েছে। গফরগাঁওয়ে প্রকৃত কৃষক তাদের প্রনোদণার তালিকায় নাম না উঠায় ক্ষোপ প্রকাশ করেছেন। বিতরণকৃত প্রনোদণার কৃষকের সংখ্যা ভুট্রার কৃষক ১হাজার, গম চাষী ১হাজার ৫শ,সরিষার চাষী ১হাজার,চীনা বাদামের কৃষক ২২০জন, পিয়াজ চাষী ১০জন বীজ বিতরণ করা হয়েছে। সার-বীজ কৃষি প্রনোদণার তালিকা ও বিতরণের ব্যাপক অনিয়ম দুনীর্তি কালোবাজারী করার এ বিযয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, আমরা তালিকা অনুযায়ী পিপি গুদাম থেকে প্রনোদণার সার বীজ বিতরণ করা হয়েছে কে কোথায় কি বিক্রি করছে এটা আমার জানার বিযয় না। এ বিযয়ে গফরগাঁও উপজেলা নিবাহর্ী কর্মকর্তাকে সোমবার বিকাল ৩টার আগে মোবাইল করা হলে তিনি ফোন রিচিভ না করায় মন্তব্য নেয়া যায়নি।