প্রকাশিত হয়েছেঃ নভেম্বর ২৮, ২০২১ সময়ঃ ৮:০২ অপরাহ্ণ

গাজীপুর থেকে নিজস্ব প্রতিবেদক, ২৮ নভেম্বরঃ
রোববার এক উৎসবমুখর পরিবেশে আনুষ্ঠানিকভাবে গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেনের মহানগর আওয়ামীলীগের সহসভাপতি ও প্যানেল মেয়র মো. আসাদুর রহমান কিরণ। অনুষ্ঠানে ওয়ার্ড কাউন্সিলররা বক্তৃতায় বলেন, একজন অদক্ষ, অপদার্থ ও অযোগ্য ব্যক্তিকে নমিনেশন দিয়ে দেশের সর্ব বৃহৎ সিটি করপোরেশনের চেয়ারে বসানো হয়েছিল। আজ তাকে (জাহাঙ্গীর আলমকে) দলীয় ও মেয়রের পদ থেকে বহিষ্কারের মধ্য দিয়ে গাজীপুর সিটি করপোরেশন সাড়ে তিন বছরের স্বৈরশাসন থেকে মুক্তি পেয়েছে, লাগামহীন দুর্নীতি ও লুটপাটের অবসান হয়েছে। ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বভার গ্রহণ করে আসাদুর রহমান কিরণ বক্তৃতায় বলেন, নির্বাচনের পর এক মাসের মধ্যে প্যানেল মেয়র গঠনের বিধান থাকলেও তা মানা হয়নি। আমরা বার বার দাবী জানানোর পরও কোন কর্নপাত করা হয়নি। অবশেষে স্থানীয় সরকার মন্ত্রণালয় গত ২৫ নভেম্বর ৩ সদস্যের প্যানেল মেয়র গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে। তিনি বলেন, দুর্নীতিগ্রস্ত মেয়রের কারণে আমরা গত সাড়ে তিন বছরে একটি টেন্ডারও করতে পারেনি। অথচ প্রধানমন্ত্রী গাজীপুর সিটি করপোরেশনকে আট হাজার কোটি টাকার বরাদ্ধ দিয়েছেন। আমরা এখন সকল কাউন্সিলরকে সাথে নিয়ে এই বরাদ্ধ সুষম বন্টনের মাধ্যমে প্রতিটি ওয়ার্ডে সমানভাবে উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করবো। প্রধানমন্ত্রী উন্নয়নের যে ধারা সৃষ্টি করেছেন আমরা তা অব্যাহত রাখবো। তিনি বলেন, আরএফকিউ এর নামে ভূয়া টেন্ডারে এবং ভূয়া ফার্মের নামে ভুয়া প্রকল্পে ভুয়া বিল ভাউচারে ব্যাপক অর্থ লোপাট হয়েছে। সিটি করপোরেশনে অতিরিক্ত লোকবল নিয়োগ দেয়া হয়েছে। তিনি বলেন, রাস্তা প্রশস্তকরণের নামে যাদেরকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে তাদের ক্ষতিপূরণ দেয়া হবে।
ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী অঞ্চলের ৪৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর। তিনি সাবেক টঙ্গী পৌরসভা থেকে শুরু করে বর্তমান গাজীপুর সিটি করপোরেশনে টানা ২৭ বছর যাবত কাউন্সিলরের দায়িত্ব পালন করছেন। এর আগেও গাজীপুর সিটি করপোরেশনের প্রথম মেয়র অধ্যাপক এমএ মান্নান বরখাস্ত হলে আসাদুর রহমান কিরণ ২৭ মাস ১৩ দিন ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বে ছিলেন। রোববার নগরভবনে উৎসবমুখর পরিবেশে দ্বিতীয় বারের মতো ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব গ্রহণকালে সিটি করপোরেশনের কর্মচারী-কর্মকর্তারা ছাড়াও বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় সিটি করপোরেশন লোকে লোকারণ্য হয়ে যায়। গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুর রহমানের সঞ্চালনায় নগর ভবনের দ্বিতীয় তলার হলরুমে আনুষ্ঠানিক দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য দেন, ২ নম্বর প্যানেল মেয়র মো. আব্দুল আলিম মোল্লা, মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান মতি, সহসভাপতি অ্যাডভোকেট মোা. ওয়াজ উদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা রিপন সরকার, অভিবক্ত টঙ্গী থানা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. ফজলুল হক, গাসিকের ৩ নম্বর প্যানেল মেয়র আয়েশা আক্তার, ৪৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নূরুল ইসলাম নূরু, ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাবেদ আলী জবে, ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. শাহজাহান মিয়া, ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল-মামুন মন্ডল, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহি, কাজী ইলিয়াস আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআনের সূরা ফাতেহা পাঠ করেন ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও আগামী সিটি নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল-মামুন মন্ডল।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com