প্রকাশিত হয়েছেঃ ডিসেম্বর ৮, ২০২৪ সময়ঃ ৮:২৩ অপরাহ্ণ
জালালুর রহমান, মৌলভীবাজার।।
মৌলভীবাজারের সদর উপজেলার ১১ নম্বর মোস্তাফুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা যুবলীগের সহসভাপতি শেখ রুমেল আহমদের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় তার মা শেখ মেহেরুন নেসা (৬৫) ও চাঁচি ফুলেছা বেগম (৬০) মৃত্যুবরণ করেছেন। গত (৭ ডিসেম্বর) শনিবার রাতে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। বাড়িতে নিরাপত্তার দায়িত্বে থাকা আরজান মিয়া জানান, রাত দুইটার দিকে হঠাৎ ঘরের ভিতরে আগুন দেখে জোরে চিৎকার চেচামেচি করলে আশপাশের লোকজন ছুটে আসেন। ফায়ার সার্ভিস স্টেশন অফিসার যীশু তালুকদার জানান, রাতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অগ্নিদগ্ধ দুই বৃদ্ধাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মৌলভীবাজার হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে।