প্রকাশিত হয়েছেঃ নভেম্বর ২৩, ২০২৪ সময়ঃ ৬:৫৪ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা ডটকম।।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইংরেজি বিভাগের সাবেক চেয়ারম্যান এবং জুলাই হামলার তদন্ত কমিটির প্রধান অধ্যাপক ড. মো. মনিরুজ্জামানকে হত্যার হুমকির অভিযোগ উঠেছে।
গত শনিবার (২৩ নভেম্বর) সকালে অধ্যাপক ড. মো: মনিরুজ্জামান নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় বৃহস্পতিবার আশুলিয়া থানায় সাধারণ ডায়েরিও করেন তিনি।
সাধারণ ডায়েরি থেকে জানা যায়, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় একটি নম্বর থেকে অধ্যাপক মো. মনিরুজ্জামানকে মিসকল দেয়া হয়। পরে তিনি ওই নম্বরে ফোন দিলে বিশ্ববিদ্যালয়ের জুলাই ২৪-এর ঘটনার তদন্ত কমিটির প্রধান হওয়ার কারণে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। একই সঙ্গে তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যাসহ বিভিন্ন হমকিধমকি প্রদান করা হয়।
এ বিষয়ে অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান বলেন, ‘ মুঠোফুলে এভাবে হত্যার হুমকি, এটা আমার কাছে একদমই অপ্রত্যাশিত ছিলো। ফোনে আমাকে জুলাই তদন্ত কমিটির বিষয় উল্লেখ করে চাকরি খেয়ে ফেলা, অকথ্য ভাষায় গালাগালি এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেয়া হয়েছে। এ বিষয়ে তিনি আশুলিয়া থানায় একটি জিডি করেছেন বলে জানান।’
এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো: মনিরুজ্জামান কে গত ২১/১১/২০২৪ তারিখ বৃহস্পতিবার মুঠোফোনে কল করে অকথ্য ভাষায় গালি-গালাজ এবং তাকেসহ তাঁর পরিবারকে হত্যার হুমকির প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং উক্ত ঘটনার সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানান। এসময় সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ মোতাহার হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শাহেদ রানাসহ অন্যান্য শিক্ষকগন বক্তব্য রাখেন।