প্রকাশিত হয়েছেঃ নভেম্বর ২, ২০২৪ সময়ঃ ৫:১৭ অপরাহ্ণ

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা।।
ময়মনসিংহের ভালুকায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মফিজ উদ্দিন (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার (০২ নভেম্বর) দুপুর উজেলার উথুরা বাজার থেকে মডের থানা পুলিশ তাকে গ্রেফতার করে। তিনি উপজেলা হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া গ্রামের আজগর আলীর ছেলে।
থানা পুলিশ ও নির্যাতনের শিকার শিশুর পরিবার সূত্রে জানা যায়, ওই শিশুর বাবার (জাহাঙ্গীর আলম) বাড়ি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার ধনুকপুর গ্রামের। তিনি ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকায় ভাড়া বাসায় স্ত্রী ও সন্তান নিয়ে বসবাস করে স্থানীয় বাদশা কারখানায় রাজমিস্ত্রীর কাজ করে আসছেন। ঘটনার দিন গত বুধবার (৩০ অক্টোবর) দুপুরে তার সাত বছরের ওই শিশু অন্যান্য শিশুর সাথে স্থানীয় রোমান কারখানার পিছনের মাঠে খেলতে যায়। এ সময় মফিজ উদ্দিন ওই শিশুকে কৌশলে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। ওই সময় শিশুর ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে গেলে মফিজ পালিয়ে যান। পরে পরিবারের লোকজন শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। ওই ঘটনায় শিশুর বাবা বাদি হয়ে ভালুকা মডেল থানায় মামলা করেন।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ সামছুল হুদা খান জানান, ওই ঘটনায় মামলা নিয়ে আসামী মফিজ উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com