প্রকাশিত হয়েছেঃ নভেম্বর ২, ২০২৪ সময়ঃ ৫:১৫ অপরাহ্ণ

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
“সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকায় জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার (২ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের আয়োজনে ৫৩ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে সমবায় কর্মকর্তা অপরূপা মালাকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নির্বাহী কর্মকর্তা আলীনূর খান, বিআরডিবি চেয়ারম্যান মোস্তফা কামাল, সেফদা ওমেন্সের সদস্য নাজমা বেগম, ভালুকা সরকারি কলেজের শরীর চর্চা শিক্ষক মোয়াজ্জেম হোসেন ঢালী মনির, মোঃ মুশিদুল আলমসহ সমবায়ীগন। আলোচনা শেষে ১১ জন সফল সমবায়ীর সম্মাননা ক্র্যাস্ট প্রদান করা হয়। উপজেলার ২৩৫ টি সমবায় সমিতির সদস্যবৃন্দসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন এ সময় উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com