প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ৩১, ২০২৪ সময়ঃ ৩:২৩ অপরাহ্ণ

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় ভিমরুলের কামড়ে তুহিন (৬) নামে একশিশুর মৃত্যু হয়েছে। এ সময় শিশুটির মাসহ অন্তত আরো পাঁচজন আহত হয়েছেন। আহতদের  স্থানীয় আস্থা হাসপাতাল ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার তালুটিয়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় উপজেলার তালুটিয়া গ্রামে রাস্তার পাশে ধানক্ষেতে পড়ে থাকা শুকনো তালপাতা আনতে যায়, আশরাফুল ইসলামের শিশু ছেলে তুহিন। এ সময় তালপাতায় থাকা ভিমরুল তুহিনকে  আক্রমণ করলে তার ডাক চিৎকারে মা স্ত্রী লাইলী বেগম (২৫) ছেলেকে উদ্ধার করতে গিয়ে তিনিসহ প্রতিবেশি হাফিজুলের স্ত্রী নুর জাহান (৪০), শিশু ছেলে নাফিজ (৪) মেয়ে ঘরের নাতি সাইফ (৫) ও হৃদয় মিয়ার স্ত্রী রিমি (১৯) গুরুতর আহত হন। আহতদের মাঝে তুহিন ও তার মা লাইলী বেগমকে উদ্ধার করে ময়মনসিংহ মেডক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শিশু তুহিন মারা যায়। অন্যান্যদের প্রথমে স্থানীয় আস্থা হাসপাতালে ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, স্থানীয় ইউপি সদস্য আব্দুর রাজ্জাক।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ সামছুল হুদা খান জানান, ভিমরুলের কামড়ে এক শিশু নিহত ও পাঁচ জন আহতের খবর তিনি শুনেছেন।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com