প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ১০, ২০২৪ সময়ঃ ৬:৩৮ অপরাহ্ণ
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি।।
ময়মনসিংহের তারাকান্দায় ৩০ বছর বয়সী অজ্ঞাত এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১০ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৬ টায় উপজেলার(ময়মনসিংহ-হালুয়াঘাট)সড়কের মধুপুর নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন তারাকান্দা থানা অফিসার ইনচার্জ মো. টিপু সুলতান।
তিনি জানান,তারাকান্দা থানা এলাকার মধুপুর নামক স্থানের দারুল উলুম হাফিজিয়া মাদরাসার সামনে থেকে ছিন্নভিন্ন অবস্থায় যুবতীর মরদেহটি উদ্ধার করা হয়।চলন্ত গাড়ীর চাকায় পিষ্ট হয়ে যুবতীর দেহ ছিন্নভিন্ন হয়ে গেছে। মরদেহটি থানায় রেখে তথ্যানুসন্ধানের পরও শনাক্ত করা সম্ভব হয়নি। দুপুর দেড়টায় মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এই বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চালু রয়েছে।
মোট পড়া হয়েছে: ২,৭৮৩