প্রকাশিত হয়েছেঃ সেপ্টেম্বর ১৮, ২০২৪ সময়ঃ ১০:৫৭ অপরাহ্ণ
রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কর্তৃক শিক্ষকদের শিক্ষা ভবনে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। গত বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে গফরগাঁও খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং ইসলামিয়া সরকারি হাই স্কুলের শিক্ষকদের উদ্যোগে খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে সেখানে বক্তব্য রাখেন, খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের
প্রধান শিক্ষক মোঃ জুলহাস উদ্দিন, সিনিয়র শিক্ষক কবির আহমেদ, সহকারী শিক্ষক মামুনুর রশিদ, সহকারী শিক্ষক জাহিদুর রহিম, ইসলামিয়া সরকারি হাই স্কুলের সিনিয়র শিক্ষক মোঃ আজিজুল হক ও সিনিয়র শিক্ষক আবু সাঈদ প্রমুখ।
####