প্রকাশিত হয়েছেঃ নভেম্বর ৮, ২০২১ সময়ঃ ২:৪৫ অপরাহ্ণ
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে খায়রুল্লাহ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
গফরগাঁও আধুনিক হাসপাতাল আয়োজনে আজ সোমবার (৮ নভেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এই রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন পরিচালনা করা হয়।
ক্যাম্পেইন উদ্বোধন করেন স্কুলের প্রধান শিক্ষিকা (ভারপ্রাপ্ত) রহিমা খাতুন। এসময় উপস্থিত ছিলেন গফরগাঁও আধুনিক হাসপাতালের এম.ডি নাজমুল হক বিপ্লব, সাংবাদিক আতাউর রহমান মিন্টু, খায়রুল্লাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আহসান উল্লাহসহ শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সুধীজন। স্কুলের ৪ শতাধিক শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।