প্রকাশিত হয়েছেঃ নভেম্বর ৭, ২০২১ সময়ঃ ১০:০৭ অপরাহ্ণ

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গথ শনিবার সন্ধ্যায় উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনূষ্ঠিত হয়।
গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার মো. তাজুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. লুৎফে আল মুঈযের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা কমিশনের যুগ্ন প্রধান (ফসল উইং) এম জালাল আহমেদ।
অন‍্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল,বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের পরিচালক কৃষিবিদ মো. জিয়াউর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদফতর খামারবাড়ি ঢাকার কৃষি অর্থনীতিবিদ রেহেনা সুলতানা, খামারবাড়ি ময়মনসিংহের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মো. নাসির উদ্দিন, গফরগাঁও উপজেলা কৃষি অফিসার মো. আনোয়ার হোসেন।
উল্লেখ্য, কৃষি মন্ত্রণালয় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প গ্রহণ করেছে। প্রকল্পটি বাস্তবায়নে কাজ শুরু করেছে কৃষি সম্প্রসারণ অধিদফতর।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com