প্রকাশিত হয়েছেঃ আগস্ট ১২, ২০২৪ সময়ঃ ৭:১২ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম আবুল হাাশেমের ৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ আগস্ট) বিকেলে ভালুকা বাজার কেন্দ্রিয় জামে মসজিদ, বর্তা পাকা মসজিদ, ভালুকা পাঁচরাস্তার মোড় জামে মসজিদ ও গ্রামের বাড়ি ধাইরাপাড়া জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে দেয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করা হয়। মরহুম আবুল হাাশেম ভালুকা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক থাকা অবস্থায় দুরারোগ্য ক্যান্সারের আক্রান্ত হয়ে ২০১৭ সালের ১২ আগস্ট মারা যান।
মোট পড়া হয়েছে: ৯৯