প্রকাশিত হয়েছেঃ আগস্ট ১০, ২০২৪ সময়ঃ ৯:০৮ অপরাহ্ণ
আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় ব্যারিস্টার আলহাজ্ব মো. আবুল হোসাইনের নেতৃত্বে শান্তি মিছিল অনুষ্ঠিত হয়েছে। ভালুকা উপজেলা সদরে ওই মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির ব্যানারে শুক্রবার (০৯ আগস্ট) বিকেলে স্থানীয় মোহাম্মদীয়া হাসপাতালের সামনে থেকে বের হওয়া ওই শান্তি মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক, মহাসড়ক প্রদক্ষিণ করে শান্তির পক্ষে বিভিন্ন শ্লোগান দেয়। মিছিলকারীরা জানান, শৈরাচারী সরকারের পতনের সুযোগে এক শ্রেণির দুষ্কৃতিকারী বিএনপির নাম ভাঙিয়ে সংখ্যালঘুসহ বিভিন্ন মানুষের ঘরবাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাটের চেষ্টা করছে। এরা বিএনপির কেউ নয়। বিএনপি সবসময়ই শান্তির পক্ষে। এদেরকে কঠুর হাতে দমনসহ স্থানীয় জনসাধরণকে সচেতন করার জন্যেই তাদের এই শান্তিমিছিল। পরে, মিছিলকারীরা ভালুকা বাসস্ট্যান্ডে এসে সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন, ময়মনসিংহ জেলা (দক্ষিণ) বিএনপির যুগ্ম আহবায়ক ও জিয়া ব্রিগেড কেন্দ্রীয় কমিটির সভাপতি ব্যারিস্টার আলহাজ্ব মো. আবুল হোসাইন।