প্রকাশিত হয়েছেঃ নভেম্বর ৪, ২০২১ সময়ঃ ১০:২৪ পূর্বাহ্ণ

গফরগাঁও প্রতিনিধি,৪ নভেম্বরঃ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার উস্থি ইউনিয়নের মহলুল গ্রামের মুহাম্মদ রাকিব (২৪) নামে এক যুবক সৌদি আরবে তিনতলার উপর থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে ।  ২ নভেম্বর মঙ্গলবার রিয়াদ শহরে সৌদি সময় দুপুর ১২টায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য মো. গেদু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার উস্থি ইউনিয়নের মহলুল গ্রামের মৃত মোঃ শহিদ মিয়ার ছেলে রাকিব প্রায় সাড়ে তিন বছর পূর্বে সৌদি আরবে গিয়ে রিয়াদ শহরে ফ্রি ভিসায় কাজ করতেন। প্রায় দুই মাস পূর্বে দেশে ফিরে মা মমতাজ বেগমের অমতে পাশের হরিপুর নূড়া পাড়া গ্রামের খোকা মিয়ার মেয়ে মীম আক্তারকে বিয়ে করে রাকিব শ্বশুর বাড়িতেই বসবাস করতেন। প্রায় ২০ দিন পূর্বে রাকিব পুনরায় সৌদি আরবে চলে যান। মঙ্গলবার রিয়াদ শহরে সৌদি সময় দুপুর ১২টার দিকে রাকিব কাজ করার সময় তিনতলা ভবন থেকে পড়ে মারা যায়।

ইউপি সদস্য মো. গেদু মিয়া বলেন, ঘটনাটি খুবই  দুঃখজনক। ছেলেটি সবে নতুন একটি জীবন শুরু করেছিলো। এমন একটি অপমৃত্যু মেনে নেয়া যায়না।

প্রকাশক ও সম্পাদক

আসাদুজ্জামান (ফজলু)

হাউজ নং: ২০, ফ্ল্যাট নং: বি২, রোড নং: ০৭

সেকশন: ১২, উত্তরা, ঢাকা – ১২৩০

মোবাইল: ০১৭১৮-১৯২৬৮৫, ০১৭৬১-৫৮২৩৩৮

ইমেইল: contact@digontabarta.com