প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ৩১, ২০২১ সময়ঃ ৮:১৩ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা, ৩১ অক্টোবরঃ
ময়মনসিংহের ভালুকায় খিরু নদীর তীরে গড়ে উঠা শেফার্ড ও গ্লোরীসহ অর্ধ শতাধিক ডায়িং কারখানার বেশিরভাগেই নেই বর্জ্য শোধনাগার। এসব শিল্প-কারখানার বর্জ্য ফেলা হচ্ছে নদী-নালা ও খাল-বিলে। এতে পানি বিষাক্ত হয়ে কৃষি ও জীব বৈচিত্র্যের উপর বিরূপ প্রভাব পড়ছে।
ময়মনসিংহের শিল্পাঞ্চলখ্যাত ভালুকায় এসব ডায়িংসহ দুই শতাধিক শিল্প-কারখানা রয়েছে। যেগুলোর বেশিরভাগেই নেই বর্জ্য শোধনাগার। আর যেসব কারখানায় বর্জ্য শোধনাগার আছে, সেগুলোও ঠিকমতো ব্যবহার করা হচ্ছেনা। ফলে দূষিত বর্জ্য ও রাসায়নিক মিশ্রিত পানি ফেলা হচ্ছে নদী-নালা ও খাল-বিলে।
শিল্প-কারখানার বর্জ্যে ভালুকার প্রধান নদী খিরুসহ প্রায় সবগুলো নালা ও খাল-বিলের পানি বিষাক্ত হয়ে পড়েছে। নদীর দূষিত পানিতে বিলীন হচ্ছে মাছ। ক্ষতি হচ্ছে ফসলি জমির।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন জানান, নদ-নদীর পানিতে শিল্প-কারখানার বর্জ্য ফেলা বন্ধ করতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে।
বিষাক্ত পানির দুর্গন্ধে ও বিষাক্ত বর্জ্যের কারণে নানাবিধ রোগবালাইসহ কঠিন হয়ে পড়েছে এলাকায় মানুষের বসবাস। দ্রুত যেখানে-সেখানে বর্জ্য ফেলা নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি করেছে ভুক্তভোগীরা।