প্রকাশিত হয়েছেঃ অক্টোবর ২৩, ২০২১ সময়ঃ ৭:৪৪ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ,দিগন্তবার্তা, ২৩ অক্টোবরঃ
সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের (জেইউএম) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। পরে বিকেলে এক সাংস্কৃতিক অনুষ্ঠনের আয়োজন করা হয়।
২৩ অক্টোবর শনিবার দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সাংবাদিক শওকত মাহমুদ।
এ সময় জেইউএম সভাপতি এম. আইয়ুব আলীর সভাপতিত্বে স্থানীয় একটি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন বিএফইউজের সভাপতি এম আব্দুল্লাহ ও মহাসচিব নুরুল আমিন রোকন।
অনুষ্ঠানে জেইউএম’র সাধারণ সম্পাদক সাইফুল ইসলামর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, বিএফইউজে সহ-সভাপতি মোদাব্বের হোসেন, রাশিদুল ইসলাম, ওবায়দুর রহমান শাহীন, সহকারী মহাসচিব নাসির আল মামুন, শহীদুল্লাহ্ মিয়াজি, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ( ডিইউজে) শহিদুল ইসলাম, শফিউল আলম দোলন, সাংগঠনিক সম্পাদক খুরশীদ আলম, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সহ-সভাপতি সুপ্রিয় ধর বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক মো: আমান উল্লাহ আকন্দ জাহাঙ্গীরসহ বিএফইউজে ও অঙ্গ ইউনিয়নের নেতৃবৃন্দ।
এর আগে অনুষ্ঠানে রিপোর্ট উপস্থাপন করেন, জেইউএম’র সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ নজীব আশরাফ। পরে তা সর্বসম্মতিক্রমে অনুমোদন লাভ করে। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।